
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: এবার হবে রোবটিক প্রযুক্তির সাহায্যে মেরুদণ্ডের জটিল অস্ত্রোপচার। পূর্ব ভারতে চিকিৎসাক্ষেত্রে প্রথমবার এই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে মেরুদণ্ডে অস্ত্রোপচারের সূচনা করল এইচপি ঘোষ হাসপাতাল। কলকাতার শহরের 'দ্য স্প্রিং ক্লাব'-এ একটি অনুষ্ঠানের মাধ্যমে মেজর-এক্স রোবোটিক সিস্টেম চালু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
অস্ত্রোপচারের সময় কীভাবে বোবটিক সিস্টেম কাজ করবে, তাও হাতেকলমে দেখানো হয়েছে 'দ্য স্প্রিং ক্লাব'-এর অনুষ্ঠানে। এই প্রযুক্তি ব্যবহার করলে অস্ত্রোপচার নির্ভুল হবে বলে আশাবাদী চিকিৎসকরা। এই প্রযুক্তির ব্যবহারে করা অস্ত্রোপচারের পর রোগীও দ্রুত সুস্থ হয়ে উঠবে, এমনটাই মনে করছেন চিকিৎসকরা। এইচপি ঘোষ হাসপাতালের হাত ধরেই এই প্রথম মেরুদণ্ডের চিকিৎসায় এই ধরনের প্রযুক্তি পেল পূর্ব ভারত।
অস্ত্রোপচারে রোবোটিক সিস্টেম সূচনার বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিকিৎসক সৌম্যজিৎ বসু, চিকিৎসক ইন্দ্রজিৎ রায় এবং চিকিৎসক তৃণাঞ্জন সারেঙ্গির মতো অস্থি বিশেষজ্ঞ এবং শল্যচিকিৎসা বিশেষজ্ঞেরা। ছিলেন এইচপি ঘোষ হাসপাতালের সিইও সোমনাথ ভট্টাচার্য।
মেরুদণ্ডের জটিল সমস্যা ও তার চিকিৎসা, অস্ত্রোপচার এবং তাতে অত্যাধুনিক প্রযুক্তি প্রয়োগের সুবিধা এবং অসুবিধাগুলি নিয়ে নিজেদের মতামত জানিয়েছেন বিশিষ্ট চিকিৎসকরা।
এইচপি ঘোষ হাসপাতালের সিইও সোমনাথ ভট্টাচার্য বলেন, এইচপি ঘোষ হাসপাতালেই রোবটের সহায়তায় মেরুদণ্ডে অস্ত্রোপচারের বাস্তবায়ন হল। এই উদ্যোগ হাসপাতালের তরফে রোগীদের যত্নশীলতার প্রমাণ দেয়। পাশাপাশি চিকিৎসাক্ষেত্রে রোগীদের সর্বোৎকৃষ্ট পরিষেবা দিতে হাসপাতাল কর্তৃপক্ষ কতটা বদ্ধপরিকর, তারও প্রমাণ দেয় এইচপি ঘোষ হাসপাতালের এই অত্যাধুনিক ব্যবস্থা। এই সিস্টেমের মধ্য দিয়ে পূর্ব ভারতে মেরুদণ্ডের অস্ত্রোপচারে একটি নতুন যুগের সূচনা হল। যার নেতৃত্ব দিতে পেরে এইচপি ঘোষ হাসপাতাল ইউনিট গর্বিত। শুধু রোবট প্রযুক্তিই নয়, মেরুদণ্ডের চিকিৎসায়ও অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয় এখানে। এখানে ডিজিটাল এক্স-রে থেকে শুরু করে, অ্যাডভান্সড এমআরআই, ইলেকট্রোফিজিওলজি, ১২৮-স্লাইস সিটির পরিষেবা পেয়ে থাকেন রোগীরা।
অফিসে বেরনোর আগে কোনও মতে নাকে-মুখে গুঁজে খাবার খাচ্ছেন? জানেন অতি দ্রুত খাবার খেলে পাকস্থলীতে মারাত্মক সমস্যা হতে পারে?
রোদ বৃষ্টির দোলাচলে বাড়তি চাপ হৃদযন্ত্রে? অসময়ে হৃদরোগ থেকে বাঁচতে কোন কোন বিষয়ে সতর্ক হবেন?
মাইগ্রেন গায়েব হবে ম্যাজিকের মতো! মাথা যন্ত্রণা কমাতে চাইলে জেনে নিন এই পাঁচটি ঘরোয়া টোটকা